এই মুহূর্তে ধারাবাহিকে টানটান উত্তেজনা। নতুন প্রোমো সামনে আসার পর বেশ উত্তেজিত উমার ভক্তরা কারণ আলিয়ার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর এমনকি মন্ডপ পর্যন্ত বিয়ে গড়ানোর পর নানান ঘটনাচক্রে উমার সঙ্গে বিয়ে হয় অভির।
খুব অল্প দিনেই দর্শকদের মনে এবং টিআরপি তালিকায় নিজের একটা জায়গা করে নিয়েছে 'উমা'। এই ধারাবাহিকেরই সেটে হাজির এশিয়ানেট নিউজ বাংলা। এই মুহূর্তে উমা ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। নতুন প্রোমো সামনে আসার পর বেশ উত্তেজিত উমার ভক্তরা কারণ আলিয়ার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর এমনকি মন্ডপ পর্যন্ত বিয়ে গড়ানোর পর নানান ঘটনাচক্রে উমার সঙ্গে বিয়ে হয় অভির। এই প্রোমোর শ্যুটিংয়ের দৃশ্য আগেই উঠে এসেছে এশিয়ানেট নিউজ বাংলার হাত ধরে। কখনও খেলার মাঠে আবার কখনও ভালোবাসার মানুষকে নিয়ে উমা আলিয়ার দ্বন্দ্ব লেগেই চলেছে। তবে এ তো গেল পর্দার ওপারের কথা। অফস্ক্রিনে উমা এবং অলিয়ার বন্ডিং কেমন সে দৃশ্যও আপনারা আগেই দেখেছেন। আবারও এশিয়ানেট পৌঁছল উমার মেকআপ রুমে। আর দেখুন সেখানে ঠিক কীভাবে শ্যুটিংয়ের ফাঁকে মজা করে সময় কাটান উমা-আলিয়া।