খুব অল্প সময়েই পিহূ, ঋষি জুটি দর্শকদের মন ছুঁয়েছে। প্রিয়দর্শনীর ছেলেবেলার প্রেম টুবার সাথেই তার গাঁটছড়া বাঁধা হয়েছে সে কথা দুপক্ষেরই অজানা। কিন্তু সময়ের সাথে সাথে ঝগড়া অশান্তি দিয়েই পিহূ ঋষি কাছে চলে আসছে একে অপরের।
খুব অল্প সময়েই পিহূ এবং ঋষির জুটি দর্শকদের মন ছুঁয়েছে। স্টার জলসার মন ফাগুন ইতিমধ্যেই অনেকের পছন্দের ধারাবাহিক হয়ে উঠেছে। এ সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী এখন অষ্টম স্থানে রয়েছে এই ধারাবাহিক। পিহূ এবং ঋষি এই গল্পের মূল চরিত্র। মন ফাগুন ধারাবাহিকে প্রিয়দর্শনীর ছেলেবেলার প্রেম টুবার সঙ্গেই তাঁর গাঁটছড়া বাঁধা হয়েছে। তবে সে কথা প্রিয়দর্শনীর এবার টুবার অজানা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঝগড়া অশান্তি দিয়েই পিহূ ঋষি কাছে চলে আসছে একে অপরের। ঝগড়া অশান্তির মধ্যে দিয়েই দুজনের একে অপরের প্রতি তৈরি হচ্ছে ভালোবাসা। আর তেমনই এক দৃশ্যের শ্যুটিং উঠে এল ক্যামেরার হাত ধরে। যেখানে নেশা করে দুজনকে একসঙ্গে জলের মধ্য পড়ে যেতে দেখা গিয়েছে। তারই শ্যুটিং কী ভাবে হল সেই ছবি উঠে এল ক্যামেরার হাত ধরে।