সান বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক সাথী। বন্ধুত্ব, প্রেম প্রতিশোধের গল্প নিয়েই এই ধারাবাহিক। ধরাবাহিকের মূল চরিত্রে রয়েছে অনুমিতা দত্ত এবং ইন্দ্রজিৎ বসু। ধারাবাহিকের শ্যুটিংয়ের দৃশ্যই এবার ধরা পড়ল ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করলেন অনুমিতা।
সান বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক সাথী। বন্ধুত্ব, প্রেম প্রতিশোধের গল্প নিয়েই এই ধারাবাহিক। ধরাবাহিকের মূল চরিত্রে রয়েছে অনুমিতা দত্ত এবং ইন্দ্রজিৎ বসু। ধারাবাহিকের শ্যুটিংয়ের দৃশ্যই এবার ধরা পড়ল ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করলেন অনুমিতা। জি বাঙলার জনপ্রিয় ধারাবাহিক পান্ডব গোয়েন্দা শেষ হয়েছে ১ বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু এই ধারাবাহিক আজও ভুলতে পারেননি দর্শক। বাচ্চু বিচ্চু বিলু, ভোম্বল, বাবলুর তীক্ষ্ণ বুদ্ধির খেল আজও মিস করেন দর্শকেরা। তবে পর্দায় বাকিরা ভিন্ন চরিত্রে ফিরলেও দেখা যায়নি অনুমিতা অর্থাত সকলের প্রিয় বাচ্চুকে। আর সেই অনুমিতাকেই দেখা যাচ্ছে এই ধারাবাহিকে। এক অন্য প্রেমের গল্প নিয়ে এই নতুন ধারাবাহিক। তাঁর বিপরীতে এই ধারাবাহিকে রয়েছেন ধ্রুবোতারার ধ্রুবো অর্থাত অভিনেতা ইন্দ্রজিত বোস। দুজনের প্রেমই উঠে আসছে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে। আর এই ধারাবাহিকেরই শ্যুটিংয়ের দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়।