বিয়ে সারলেন সঙ্গীতশিল্পী মেখলা দাশগুপ্ত। ১ ডিসেম্বর সন্ধ্যায় এক হল চারহাত। মেখলার বিয়েতে ছিল এলাহি আয়োজন। বালুরঘাটের মেয়ে হলেও মেখলার বিয়ে হল কলকাতা থেকে। রিজেন্ট পার্কের বিলাসবহুল ভিলায় বসেছিল বিয়ের আসর।
বিয়ে সারলেন সঙ্গীতশিল্পী মেখলা দাশগুপ্ত। ১ ডিসেম্বর সন্ধ্যায় এক হল চারহাত। মেখলার বিয়েতে ছিল এলাহি আয়োজন। বালুরঘাটের মেয়ে হলেও মেখলার বিয়ে হল কলকাতা থেকে। রিজেন্ট পার্কের বিলাসবহুল ভিলায় বসেছিল বিয়ের আসর। বিয়েতে লাল লেহেঙ্গায় বধূবেশে দেখা গিয়েছিল মেখলাকে। বিয়ের আগের দিন ছিল আইবুড়ো ভাত এবং মেহেন্দি। মেহেন্দিতে নিজেই সেজেছিলেন মেখলা। সেদিন তাঁর পরনে দেখা গিয়েছে হলুদ শাড়ি। হাতে মেহেন্দি নিয়ে নিজেই গানও গেয়েছেন মেখলা। লাইভ ভিডিওয় ধরা পড়েছে সেই ছবি। বছর কয়েক আগে জি বাংলা-র রিয়্যালিটি শো সারেগামাপা-এর মাধ্যমে রাতারাতি তারকা তকমা পেয়ে যান মেখলা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মেয়ে মেখলার গানের গলা মুগ্ধ করে সকলকে। জি বাংলা সারেগামাপা-এর অনুষ্ঠানের পরও মেখলার জনপ্রিয়তা উত্তোরত্তর বৃদ্ধি পেয়েছে। মেখলা তাঁর অসামান্য সঙ্গীত জীবনের সঙ্গে সঙ্গে এদিন প্রবেশ করলেন জীবনের আরও এক নতুন অধ্যায়ে।