শীতের মরসুমে বরফ পড়ছে শৈলশহরে। দার্জিলিং-এ এখন ঘুরতে গিয়েছেন অভিনেত্রী সোহিনী। দার্জিলিং-এ গিয়ে বরফ দেখে আনন্দে আত্মহারা অভিনেত্রী। ঠান্ডার মাঝেই বরফ নিয়ে খেলায় মাতলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ভিডিও।
শীতের মরসুমে বরফ পড়ছে শৈলশহরে। হাড় শীতের মাঝে এই দার্জিলিং-এ এখন ঘুরতে গিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। দার্জিলিং-এ গিয়ে বরফ দেখে আনন্দে আত্মহারা অভিনেত্রী। ঠান্ডার মাঝেই বরফ নিয়ে খেলায় মাতলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ভিডিও। শুধু বরফ নিয়ে খেলাই নয় তুষার পাতের মধ্যে দিয়েই হেঁটে চলেছেন অভিনেত্রী। সেই ছবিও উঠে এল সোশ্যাল মিডিয়ার হাত ধরে। প্রসঙ্গত, শুক্রবার থেকে শৈলশহর দার্জিলিঙে বরফ পড়তে শুরু করে। একভাবে বরফ পড়তে শুরু করে শনিবারেও পড়তে থাকে বরফ। সেখানকার অধিকাংশ জায়গায় ঢেকে যায় বরফে। শুধু দার্জিলিঙেই নয় দর্জিলিঙ সহ, গ্যাংটকেও বরফ পড়তে থাকে। আর বাঙালিদের কাছে পাহাড়ে ঘুরতে গিয়ে বরফ পাওয়া যেন এক উপড়ি পাওনা। তেমনটাই অভিনেত্রী সোহিনী সরকারের কাছেও। পাহাড়ে গিয়ে বরফ দেখে আনন্দে মজলেন তিনি। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এল সেই ছবিই।