Tollywood: ছেলেকে নিয়ে বিয়ের পিঁড়িতে পূজা-কুণাল, নজরে তিন হট টলি কাপেল

সকলকে চমকে দিয়ে একেবারে আলাদা পথে হাঁটলেন পুজো কুণাল। ছেলের একটু বড় হওয়ার পরই আনুষ্ঠানিক বিয়ের সিদ্ধান্ত নিলেন পুজা কুণাল। আর আগামী ১৫ই নভেম্বর সেই বিয়ে হতে চলেছে জমজমাট ভাবেই। হাতে মাত্র আর কয়েকটা দিন। তাই আর সময় নষ্ট না করেই বিয়েতে পার্টিসিপেট করতে গোয়া রওনা দিলেন টলিউডের চার্মিং কাপেল অঙ্কুশ ঐন্দ্রিলা । আর সেই বিশেষ মুহূর্তের ছবি সোস্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা নিজেই । তবে একটা প্রশ্নের অবসান এখনও হয় নি। তাঁদের চার হাত কবে এক হবে? কিছুদিন আগেই সম্পর্ককের ১০ বছর পেরিয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলা। তবে তারা কবে সামাজিক বা আইনি বিয়ে সারবেন সে নিয়ে কখনই মুখ খোলেন নি তারকা জুটি। প্রসঙ্গত শনিবার থেকে শুরু বলিউড দম্পতির বিয়ের আচার-অনুষ্ঠান। জানা গেছে সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ  কোনও আচারই বাদ দেবেন না পূজা। সে সবের সাক্ষী হতেই গোয়ায় পৌঁছলেন  অঙ্কুশ-ঐন্দ্রিলা। আর যেখানে বন্ধুদের সমাবেশ, সেখানেই হুল্লোড়। তাই পুজা কুণালের বিয়ে যে জমে উঠবেই সেটা নিশ্চিৎ। অঙ্কুশ ঐন্দ্রিলা সবসময় তাদের নানা একটিভিটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের জানতে ভালো বাসেন। তাদের মজার মজার রসায়ন দেখার মুখিয়ে থাকেন দর্শকরা। আর তাই এবারও তারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বন্ধুর বিয়ে এবং আরও নানা মজার মুহুর্ত দেখার জন্য। এবার আসা যাক টলিউডের আরও এক হট কাপেল দেব রুক্মিণীর কথায়। কিছুদিন আগেই তাঁদের দেখা গেছে আইসল্যান্ডে। ‘গোলন্দাজ’ আর ‘সনক’-এর সাফল্য উপভোগ করতেই নাকি একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তাঁরা। তবে সাংসদ তারকা দেব এবং রুক্মিণী কবে সাত পাকে বাঁধা পড়বে তা এখনও জানা যায়নি।

সকলকে চমকে দিয়ে একেবারে আলাদা পথে হাঁটলেন পুজো কুণাল। ছেলের একটু বড় হওয়ার পরই আনুষ্ঠানিক বিয়ের সিদ্ধান্ত নিলেন পুজা কুণাল। আর আগামী ১৫ই নভেম্বর সেই বিয়ে হতে চলেছে জমজমাট ভাবেই। হাতে মাত্র আর কয়েকটা দিন। তাই আর সময় নষ্ট না করেই বিয়েতে পার্টিসিপেট করতে গোয়া রওনা দিলেন টলিউডের চার্মিং কাপেল অঙ্কুশ ঐন্দ্রিলা । আর সেই বিশেষ মুহূর্তের ছবি সোস্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা নিজেই । তবে একটা প্রশ্নের অবসান এখনও হয় নি। তাঁদের চার হাত কবে এক হবে? কিছুদিন আগেই সম্পর্ককের ১০ বছর পেরিয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলা। তবে তারা কবে সামাজিক বা আইনি বিয়ে সারবেন সে নিয়ে কখনই মুখ খোলেন নি তারকা জুটি। প্রসঙ্গত শনিবার থেকে শুরু বলিউড দম্পতির বিয়ের আচার-অনুষ্ঠান। জানা গেছে সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ  কোনও আচারই বাদ দেবেন না পূজা। সে সবের সাক্ষী হতেই গোয়ায় পৌঁছলেন  অঙ্কুশ-ঐন্দ্রিলা। আর যেখানে বন্ধুদের সমাবেশ, সেখানেই হুল্লোড়। তাই পুজা কুণালের বিয়ে যে জমে উঠবেই সেটা নিশ্চিৎ। অঙ্কুশ ঐন্দ্রিলা সবসময় তাদের নানা একটিভিটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের জানতে ভালো বাসেন। তাদের মজার মজার রসায়ন দেখার মুখিয়ে থাকেন দর্শকরা। আর তাই এবারও তারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বন্ধুর বিয়ে এবং আরও নানা মজার মুহুর্ত দেখার জন্য। এবার আসা যাক টলিউডের আরও এক হট কাপেল দেব রুক্মিণীর কথায়। কিছুদিন আগেই তাঁদের দেখা গেছে আইসল্যান্ডে। ‘গোলন্দাজ’ আর ‘সনক’-এর সাফল্য উপভোগ করতেই নাকি একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তাঁরা। তবে সাংসদ তারকা দেব এবং রুক্মিণী কবে সাত পাকে বাঁধা পড়বে তা এখনও জানা যায়নি।

07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও