Shaoli Mitra passes away: শেষ হল জীবনের সব 'যুক্তি তক্কো আর গপ্পো', ফিরে দেখা শাঁওলি মিত্র

প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। ১৬ জানুয়ারি, রবিবার শেষ নিশ্বাস ত্য়াগ করেন তিনি। ১৯৪৮ সালে জন্ম হয় শাঁওলি মিত্র-র। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী অনাড়ম্বরভাবেই হয় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
 

প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। ১৬ জানুয়ারি, রবিবার শেষ নিশ্বাস ত্য়াগ করেন তিনি। ১৯৪৮ সালে জন্ম হয় শাঁওলি মিত্র-র। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী অনাড়ম্বরভাবেই হয় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রয়াত নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা ছিলেন শাঁওলি মিত্র। ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবিতে অভিনয় করেন তিনি, এছাড়াও একাধিক নাটকে অভিনয় করেন তিনি। ‘হযবরল’, ‘ডাকঘর’, ‘পুতুলখেলা’, ‘পাখি’, ‘গ্যালিলিওর জীবন’-এর মতো একাধিক নাটকে অভিনয় করেন। ২০০৩ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান শাঁওলি মিত্র। বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে, হাসপাতালে যাওয়া বা চিকিৎসা পরিষেবা নেওয়ার বিষয়ে তাঁর তীব্র অনিহা ছিল। এমনকী মৃত্যুর পর, তাঁর মরদেহ যাতে প্রকাশ্যে না আনা হয়, সেই বিষয়েও একটি ইচ্ছাপত্র লিখে গিয়েছিলেন বাংলার আধুনিক যুগের অন্যমত শক্তিশালী নাট্য ব্যক্তিত্ব। এদিন দুপুর ৩টে বেজে ৪০ মিনিটে বেহালার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতার সিরিটি শ্মশানে অনাড়ম্বরভাবে শেষকৃত্য সম্পন্ন করা হয়।

18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও04:05RG Kar Protest : '২৩ দিন হয়ে গেল, প্রয়োজনে পথে নামবো' রবিবাসরীয় কলকাতার রাজপথে প্রতিবাদের গর্জন06:11Actress Payel Mukherjee : গাড়িতে হামলা, হেনস্থা, ভয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী পায়েল, দেখুন কি হয়েছে06:03'নির্যাতিতার বিচার চাই' আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নামল টলিউড