নতুন বছরের আগে টানটান উত্তেজনা। বর্ষবরণে এই পথ যদি না শেষ হয়-এ থাকছে বিশেষ চমক। ঊর্মি-সাত্যকির সঙ্গে থাকছে যমুনা,মিঠাই, অপু,পারমিতারাও। সব মিলিয়ে জমজমাট এক পর্ব আসতে চলেছে। সেই সঙ্গেই থাকছে নাচ-গান, হৈহুল্লোড়।
নতুন বছরের আগে টানটান উত্তেজনা। বর্ষবরণে এই পথ যদি না শেষ হয়-এ থাকছে বিশেষ চমক। ঊর্মি-সাত্যকির সঙ্গে থাকছে যমুনা,মিঠাই, অপু,পারমিতারাও। সব মিলিয়ে জমজমাট এক পর্ব আসতে চলেছে। সেই সঙ্গেই থাকছে নাচ-গান, হৈহুল্লোড়। তারই প্রস্তুতি চলছে এখন জোড় কদমে। এশিয়ানেট নিউজ বাংলার ক্যামেরায় উঠে এল সেই ছবি। অন্যদিকে, কিছুদিন আগেই তাজপুরে রিনি, মুমুদিদিকে সঙ্গে করেই হানিমুনে যায় ঊর্মি এবং সাত্যকি। তাজপুরে গিয়ে ঊর্মির আনন্দের শেষ নেই, আর ঊর্মির সারল্য বারেবারে মুগ্ধ করছে সাত্যকিকে। বর্ষ শেষের রাতে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে থাকছে জমজমাট ৩১-এর রাত। ঊর্মি-সাত্যকির সঙ্গে থাকছে যমুনা, মিঠাই, অপু, পারমিতা, প্রিয়ম-ঝিলম এবং তাদের পরিবার-সঙ্গে গানে থাকবে কিঞ্জল, অঙ্কিতা, রথিজিৎ এবং অনুষ্কা থাকবে ঢের মজা, গান, নাচ, হৈহুল্লোড়।