মা হওয়ার পর আবার সিনেমায় ফিরছেন শুভশ্রী। এতদিন শুধু রিয়ালিটি শো-এর সঞ্চলনা করতেই দেখা যাচ্ছিল তাঁকে। পরিচালক সপ্তাশ্ব বসুর হাত ধরে বড় পর্দায় ফিরছেন শুভশ্রী। ডিসেম্বর পড়তেই শুরু হয়েছে ‘ডা. বক্সী’-র শ্যুটিং।
মা হওয়ার পর আবার সিনেমায় ফিরছেন শুভশ্রী। এতদিন শুধু রিয়ালিটি শো-এর সঞ্চলনা করতেই দেখা যাচ্ছিল তাঁকে। পরিচালক সপ্তাশ্ব বসুর হাত ধরে বড় পর্দায় ফিরছেন শুভশ্রী। ডিসেম্বর পড়তেই শুরু হয়েছে ‘ডা. বক্সী’-র শ্যুটিং। শ্যুটিংয়ের ফাঁকেই ধরা দিলেন এশিয়ানেট নিউজ বাংলার ক্যামেরায়। ছবিতে তাঁকে কেমন চরিত্রে দেখা যাবে সেকথাও জানালেন। ছেলে ইউভানকে নিয়েও নানান গল্প শোনালেন অভিনেত্রী। এদিন শ্যুটিংয়ের মাঝেই খেলতেও দেখা যায় তাঁকে। সেই ছবির শুটিং-এর ফাঁকেই মাঠে নেমে পড়েন রাজ-ঘরনি। তবে ছবির দৃশ্যের জন্য নয়, নিছকই ছেলে বেলার আবেগের সাঙ্গে ভাসেন তিনি। হামেশাই তাঁকে দেখাযায় ছেলের সাঙ্গে নানা অ্যাকটিভিটিসে মাততে। কখনও ফুড বল খেলতে অবার কখনও গান করতে। এবার ইউভান সঙ্গে না থাকলেও স্থানীয় বাচ্চাদের সঙ্গে ছেলে বেলায় ফিরে গেলেন অভিনেত্রী। সব মিলিয়ে ছবির শ্যুটিং চলচে এখন জোর কদমে।