সোশ্যাল মিডিয়ায় সুদীপা চট্টোপাধ্যায়ের পোস্ট ঘিরে শুরু হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ার যুগে ট্রোলডও হন সুদীপা। রবিবার সুদীপা চট্টোপাধ্যায় অঙ্কুশের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। অঙ্কুশের সঙ্গে সুদীপার ছবিতে একাধিক কমেন্টও আসে। তাঁর ছবিতে কমেন্টের উত্তরে পাল্টা কমেন্ট করেন সুদীপা। তাঁর কমেন্ট নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক।
রবিবার সোশ্যাল মিডিয়ায় সুদীপা চট্টোপাধ্যায় একটি ছবি পোস্ট করা মাত্রই তাকে ঘিরে তর্ক বিতর্ক শুরু হয় এবং ট্রোলড হন সুদীপা। লাইভে এসে ট্রোলিং এর বিরুদ্ধে মুখ খুললেন সুদীপা। রবিবার অভিনেতা অঙ্কুশ হাজরা সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সুদীপা, ছবির ক্যাপশনে অঙ্কুশ কে ভাই বলে পরিচয় দেন তিনি। তবুও অনেকেই সুদীপার নতুন বর বলে কটাক্ষ করতে শুরু করেন। শুধু তাই নয়, সুদীপা যে গয়না পড়েছিলেন, তা কি আসলে সোনার নাকি রুপোর? এই ধরনের নানান কমেন্ট আসার পর সুদীপা খানিকটা রেগে গিয়ে কমেন্ট করেন, তিনি নকল গয়না বিক্রিও করেন না এবং পড়েন না।এমনকি কিছু অনুরাগী কে অশিক্ষিত বলেন তিনি। সুদীপার এই কমেন্ট দেখে একাধিক মানুষ সুদীপার অহংকার এবং গয়না নিয়ে গর্ব করার কথা বলতে শুরু করেন।এমনকি কেউ কেউ লেখেন, ব্যান করা হোক সুদীপাকে, রান্নাঘরে তাকে আর দেখতে চান না দর্শকেরা এবং এরপর থেকে আর ফলো করবেন না সুদীপা কে। এরপরই মঙ্গলবার লাইভে এসে সুদীপা ক্ষমা চেয়ে নেন। তিনি জানান শিল্পীরাও মানুষ তাই তাদের মাঝে মধ্যে মাথা গরম হয়। সব সময় অকারণে সোনার গয়না নিয়ে তাকে আক্রমণ করা হয়। ভাতৃসম অঙ্কুশ কে নিয়ে এমন নোংরা মন্তব্য কিভাবে করতে পারেন নেটিজেনরা? তাই তিনি মাথা ঠান্ডা রাখতে না পেরে ভুল বসত এমনটা করেছেন। এর জন্য করোজোড়ে লাইভে ক্ষমাও চেয়ে নেন তিনি।