স্টার জলসার জনপ্রিয় সিলিয়াল গাঁটছড়া। তিন বোনের গল্প। টিআরপির দৌড়ে মাঝে মাঝেই চমক লাগিয়ে দেয় এই ধারাবাহিকটি। এবার চলুন ঘুরে আসি সেই ধারাবাহিকের সেটে। গৌরব, সোলাঙ্কি আর শ্রীমার সঙ্গে আপনিও কিছুক্ষণ কাটাতে পারেন।
স্টার জলসার জনপ্রিয় সিলিয়াল গাঁটছড়া। তিন বোনের গল্প। টিআরপির দৌড়ে মাঝে মাঝেই চমক লাগিয়ে দেয় এই ধারাবাহিকটি। এবার চলুন ঘুরে আসি সেই ধারাবাহিকের সেটে। গৌরব, সোলাঙ্কি আর শ্রীমার সঙ্গে আপনিও কিছুক্ষণ কাটাতে পারেন। কিছুটা শ্যুটিংএর ছবি ধরেছেন শ্রীমা তাঁর নিজের মোবাইল ফোনের ক্যামেরায়। আবার কিছুটা ধরা পড়ছে খুনসুটি। সবমিলিয়ে মজার একটি ইনস্টাগ্রাম পোস্ট। ভিডিওতে দেখা যাচ্ছে কখনও শ্যুটিংএ ব্যস্ত। কখনই আবার বিশ্রামের ছবি। রীতিমত এলিয়ে পড়েছেন অভিনেতা - অভিনেত্রী আর কশাকুশলীরা। তিন বোনের গল্প এখানে প্রাধান্য পেয়েছে। তারসঙ্গে থাকছে পারিবারিক অশান্তি, চাপানউতোর, দ্বন্দ্ব আর বিদ্বেষ। সঙ্গে রয়েছে প্রেম আর ভালবাসা।