বেশ কিছুদিন ধরে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি এর শেষ হয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। কিন্তু এই বিষয় কেউ ই নিশ্চিত করে কিছু বলেন নি। তবে এবার সেই খবরে সিলমোহর দিল আপনাদের শ্যামা অর্থাৎ অভিনেত্রী তিয়াসা রায় নিজেই।
বেশ কিছুদিন ধরে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি-র শেষ হয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। কিন্তু এই বিষয় কেউই নিশ্চিত করে কিছু বলেননি। তবে এবার সেই খবরে সিলমোহর দিল আপনাদের শ্যামা অর্থাৎ অভিনেত্রী তিয়াসা রায় নিজেই। নিজের সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণকলি ধারাবাহিকের শেষ দিনের শুটিং এর ভিডিও শেয়ার করলেন তিনি। দীর্ঘ দিনের এই পথ চলা আজ শেষ। এই মেকাপ রুম স্টুডিও এবং প্রিয় মানুষগুলো সকলেই মিস করবেন একে অপরকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন শ্যামা অর্থাৎ তিয়াসা। বৃহস্পতিবার শ্যুটিংফ্লোর থেকেই তিনি ভিডিওটি করে। ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন তিনি সবাইকে খুব মিস করবেন। যা থেকে স্পষ্ট হয় যে এবার সত্যি শেষ হতে চলেছে কৃষ্ণকলি। সূত্রের খবর শেষ দিন হয়ত ধারাবাহিকে দেখা যাবে নিখিলকেও।