লাইট-ক্যামেরা-অ্যাকশন করোনার জেরে এই শব্দ গুলোই যেন ভুলতে বসেছিল টলি পাড়ার কলাকুশলীরা। করোনা ভয় কাটিয়ে অবশেষে ঝাপ খুলল স্টুডিও পাড়ায়। কোভিড বিধি মেনেই শুটিং শুরু হল টালিগঞ্জে। কোভিডের জেরে গত বছরও কাজ হারিয়ে দিশেহারা হয়েছিলেন অনেক অভিনেতা-অভিনেত্রীই। কোভিডের দ্বিতীয় ঢেউয়েও একই দৃশ্য ফিরে আসে আরও একবার। তবে অনেক ধারাবাহিকের শ্যুটিংই চলছিল বাড়ি থেকে। অনুমতি মেলার পর অবশেষে এবার স্টুডিওতেই শুটিং শুরু হল। সমস্ত করোনা বিধি মেনেই শুটিং চলছে এখন টলি পাড়ায়। চলুন একবার দেখেনি করোনা বিধি মেনে কীভাবে এখন টলিপাড়ায় শুটিং চলছে।