সম্প্রতি সামনে এসেছে সহচরীর শেষ হওয়ার খবর, আর এদিন হল শেষদিনের শুটিং, মন ভার সকলের |
সম্প্রতি সামনে এসেছে সহচরীর শেষ হওয়ার খবর | আর সত্যিই শেষ হয়ে যাচ্ছে 'আয় তবে সহচরী' | কেউ ভাবতে পারেনি এত তাড়াতাড়ি ইতি টানবে এই ধারাবাহিক | শিরদাঁড়ার অস্ত্রোপচারের জন্য চেন্নাই গিয়েছিলেন মুখ্য চরিত্র সহচরী অর্থাৎ অভিনেত্রী কনীনিকা | সেখান থেকে সুস্থ হয়ে ফিরলেও শ্যুটিং এ ফিরতে পারেননি তিনি | এদিন ধারাবাহিকের শেষদিনের শুটিং সম্পন্ন হল | শেষের দিন শুটিংয়ে ঠিক কি কি হল রইল টার ভিডিও |