রিয়ালিটির শোয়ের মঞ্চ যখন সপ্ন পূরণ করে তখন দৃশ্যটা ঠিক কেমন হয়, সেই ছবি দেখা গেল সুপার সিঙ্গারের মঞ্চে।
রিয়ালিটির শোয়ের মঞ্চ যখন সপ্ন পূরণ করে তখন দৃশ্যটা ঠিক কেমন হয়, সেই ছবি দেখা গেল সুপার সিঙ্গারের মঞ্চে। স্টার জলসার এখন বেশ একটা জনপ্রিয় শো সুপার সিঙ্গার। সেই সুপার সিঙ্গারের মঞ্চেই ঘটল এই স্মরণীয় ঘটনা। যে দিনটার জন্যই হয়ত এতদিন ধরে সাধনা করেছিলেন সুচিস্মিতা। তাই তার ভাগ্যের চাকাটা এইভাবেই ঘুরল। সুপার সিঙ্গারের হাত ধরেই স্বপ্নপূরণ হল সুচিস্মিতার। ১৮ই ডিসেম্বর টেলিকাস্ট হতে চলেছে এই পর্ব। সেখানেই দেখা যাবে এক বড় চমক সেই সঙ্গেই দেখা যাবে সুচিস্মিতার স্বপ্নপূরণ। সেখানে নতুন ট্যালেন্টদের কাজ নিয়ে নিজের মনের কথাও জানালেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কথায় অনেক ট্যালেন্ট আছে যারা অনেক সময়েই সুযোগ পাননা। রিয়ালিটি শো-এর হাত ধরে উঠে আসে সেই সমস্ত ট্যালেন্টই। আবারও তেমনই হল সুপার সিঙ্গারের হাত ধরে।