জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো 'রান্নাঘর'। রান্নাঘরেই এবার আসতে চলেছে বড় চমক। রান্নাঘরে এবার দেখা যাবে কৃষ্ণকলি ধারাবাহিকের শ্যামাকে। সদ্যই শেষ হয়েছে কৃষ্ণকলি ধারাবাহিক। এই ধারাবাহিকেরই প্রধান চরিত্র শ্য়ামাকে দেখা যাবে রান্নাঘরে।
রান্নাঘর জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শো। রকমারি রান্না সেখানে দেখা যায়। যা দেখতে সকলেই কমবেশি পছন্দ করেন। রান্নাঘরে এতদিন ধরে সঞ্চালিকার ভূমিকায় দেখা যাচ্ছে সুদীপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের রান্নাঘর হলেও তাই সুদীপার রান্নাঘর হিসাবেই বেশি জনপ্রিয় এই রিয়ালিটি শো। রান্নাঘরেই এবার আসতে চলেছে বড় চমক। রান্নাঘরে এবার দেখা যাবে কৃষ্ণকলি ধারাবাহিকের শ্যামাকে। সদ্যই শেষ হয়েছে কৃষ্ণকলি ধারাবাহিক। এই ধারাবাহিকেরই প্রধান চরিত্রে অভিনয় করেছে শ্যামা অর্থাৎ তিয়াসা। শ্যামা শেষ হতেই তাই মন খারাপ শ্যামা ধারাবাহিকের ভক্তদের। তবে এবার সেই শ্যামাকেই দেখা যাবে নতুন ভূমিকায়। শ্য়ামাকে দেখা যাবে এবার রান্নাঘরে। শ্যামা অর্থাৎ তিয়াসাকে এবার সঞ্চালিকা হিসাবে দেখা যাবে রান্নাঘারে। লাইভ করে জানালেন খোদ তিয়াসা। সদ্যই তিয়াসা একটি লাইভ করেছেন জি বাংলার পেজ থেকে। প্লেশাল কিছু এপিসোড আসতে চলেছে বলেই লাইভ করে জানিয়েছেন তিয়াসা।