প্রজাতন্ত্র দিবসের দিনই চার হাত এক হল দুই টলি তারকার। বিয়ে সারলেন সুদীপ সরকার এবং অনিন্দিতা রায়চৌধুরী। কিছুদিন আগেই আইবুড়ো ভাত খেতে দেখা গিয়েছিল তাঁদের। বুধবার শুরু হল তাঁদের নতুন পথ চলা। সোশ্যাল মিডিয়ায় উঠে এল তাঁদের নতুন জীবনের ছবি।
মাঘ মাস পড়তেই শুরু হয়েছে বিয়ে। আর এই মাঘেই বিয়ে সারলেন টলি অভিনেতা সুদীপ সরকার এবং অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। প্রজাতন্ত্র দিবসের বিশেষ দিনেই চার হাত এক হল টেলিভিশনের ব্যাস্ত দুই কপোত-কপোতীর ৷ বিয়ে সারলেন অভিনেতা সুদীপ সরকার এবং অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। কয়েক দিন আগেই একসঙ্গে বসে আইবুড়ো ভাত খেয়েছিলেন টলিপাড়ার এই যুগল ৷ সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এসেছিল সেই ছবি। আর বুধবার শুরু হল তাঁদের নতুন পথ চলা। তাঁদের বিয়ের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছায় ভাসলেন নব দম্পতি। বেশ কিছুদিন ধরেই তাঁদের দুজনের ছবি একসঙ্গে দেখা যাচ্ছিল। তাঁরা সম্পর্কে ছিলেন তা প্রায় সকলেরই জানা ছিল অবশেষে এই মাঘেই মিলে গেল দুটি মন। সাত পাকে বাঁধা পড়লেন দু'জনে। সোশ্যাল মিডিয়ায় দুজনের ভিডিও শেয়ার করেন মানালী। একটি ছবিও পোস্ট করেন তিনি। ছবি পোস্ট করে তিনি লেখেন, 'হয়ে গেল'।