১০ই জানুয়ারি থেকে শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক 'পিলু'। মূলত সঙ্গীতকে কেন্দ্র করেই এগবে ধারাবাহিকের গল্প। ধারাবাহিকে সঙ্গীতশিল্পী আহিরের ভূমিকায় গৌরবের নতুন পথ চলা যে দর্শকদের মন জয় করবে সে বিষয় নিশ্চিত।
১০ই জানুয়ারি থেকে শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক 'পিলু'। মূলত সঙ্গীতকে কেন্দ্র করেই এগবে ধারাবাহিকের গল্প। ধারাবাহিকে সঙ্গীতশিল্পী আহিরের ভূমিকায় গৌরবের নতুন পথ চলা যে দর্শকদের মন জয় করবে সে বিষয় নিশ্চিত। ভিন্ন ধরনের এই চরিত্রের জন্য গৌরবের প্রস্তুতি চলছে জোরদার। এই চরিত্রের জন্য একাধিক বাদ্য়যন্ত্রের অনুশীলনও নিয়েছে সে। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এসেছে সেই ছবি। সেখানে বাঁশি বাজাতেও দেখা গিয়েছে তাঁকে। গল্পের মূল আহির। গুরু গৃহে গুরু আদিত্য নারায়ণের গুরুকূলে থাকেন আহির, সেখানেই বহুবছর ধরে চলেছে তার সঙ্গীতচর্চা। তাঁর গুরুজি, আর্থাৎ আদিত্য নারায়ণের ইচ্ছা তাঁর প্রিয় ছাত্র আহিরের সাঙ্গে তাঁর মেয়ে সেতার বাদক রনজিনির বিয়ে দেওয়ার। কিন্তু ঘটনাচক্রে আহিরের সাঙ্গে দেখা হয় মাটির মেয়ে পিলুর, যার যাপন মাটিরগান নিয়েই। গান নিয়েই একেবারে ভিন্ন স্বাদের এই নতুন ধারাবাহিক পিলু। ধারাবাহিকের জন্যই একাধিক বাদ্য়যন্ত্রের অনুশীলনও নিয়েছে গৌরব। আর সেই ছবি উঠে এল সোশ্যাল মিডিয়ার হাত ধরে।