বসন্তে সেজে উঠেছে চারপাশ। বসন্তের আনন্দেই নেচে উঠেছে অপার মন। রং মেখেই নাচে মজলেন অপরাজিতা আঢ্য। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী।
বসন্তে সেজে উঠেছে চারপাশ। বসন্তের আনন্দেই নেচে উঠেছে অপার মন। রং মেখেই নাচে মজলেন অপরাজিতা আঢ্য। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী। ভিডিওয় সবাইকে সঙ্গে নিয়ে নাচতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর এই ভিডিও ইতিমধ্যেই নজর কেড়েছে নেটাগরিকদের। প্রসঙ্গত, জি বাংলার হাত ধরে ফের ছোট পর্দায় ফিরেছেন অপরাজিতা আঢ্য। জি বাংলায় শুরু হয়েছে তাঁর নতুন ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টার। ইতিমধ্যেই এই ধারাবাহিক সকলের মনে জায়গা করে নিয়েছে। সংসার জীবনের লড়াইয়ের গল্প নিয়েই এগোচ্ছে এই ধারাবাহিক। সোশ্যাল মিডিয়ার হাত ধরে ধারাবাহিকের নানান ভিডিও উঠে আসে আমাদের সামনে। কখনও দেখা যায় লক্ষ্মী কাকিমার বার্থডে সেলিব্রেশন কখনও আবার তাঁর শ্যুটিংয়ের দৃশ্যও উঠে আসে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। এবার শ্যুটিংয়ের ফাঁকে লক্ষ্মী কাকিমা অর্থাৎ অপরাজিতা আঢ্যর নাচেরও নানান ভিডিও উঠে আসে। অপরাজিতা আঢ্য যে ভালো নাচ করেন, তা সকলেরই জানা। হামেশাই তাঁকে দেখা যায় নাচ করতে। সোশ্যাল মিডিয়ায় নাচের নানান ভিডিও শেয়ার করেন তিনি। এবারও তেমনই এক ভিডিও উঠে এল সোশ্যাল মিডিয়ার হাত ধরে।