৮ জানুয়ারি জন্মদিন নুসরতের। এবছর বিশেষভাবে জন্মদিন পালন করছেন নুসরত। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শেয়ার করেছেন একটি ছবি। যেখানে তাঁর সামনে দেখা গিয়েছে তাঁর বার্থডে কেকও। মোমবাতিতে সাজানো চারপাশ, তার মাঝে বার্থডে কেক।
মা হওয়ার পর এই প্রথম জন্মদিন নুসরতের। ৮ জানুয়ারি জন্মদিন টলি অভিনেত্রী বা তারকা সাংসদ নুসরতের। এবছর বিশেষভাবে জন্মদিন পালন করছেন নুসরত। এই জন্মদিনটা যে তাঁর কাছে বেশ স্পেশাল তা বলাই বাহুল্য। কারণ মা হওয়ার পর এটাই তাঁর প্রথম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শেয়ার করেছেন তিনি একটি ছবি। যেখানে তাঁর সামনে দেখা গিয়েছে তাঁর বার্থডে কেকও। মোমবাতিতে সাজানো চারপাশ, তার মাঝে বার্থডে কেক। কেকের সামনেই বসে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে তাঁর সঙ্গে যশ দাশগুপ্তকে দেখা যায়নি। তবে আশা করাই যায় দু'জনে একসঙ্গে মিলেই এই জন্মদিন সেলিব্রেট করবেন। তবে জন্মদিনের এই বিশেষ দিনটায় আশা করা যায় তাঁর আরও নানান প্ল্যান রয়েছে। তবে এই বিশেষ দিনে তাঁর সারাদিনের কী কী প্ল্যান রয়েছে তা অবশ্য জানা যায়নি। এই ভাবে জীবনে এগিয়ে চলুন নুসরাত এবং সিনে প্রেমীরা আরও নতুন নতুন ছবি উপহার পান তাঁর কাছ থেকে এটাই কামনা।