হাতে গোনা আর মাত্র কটা দিন, আসছে নতুন বছর। নতুন বছর নিয়ে সবারই নানান পরিকল্পনা থাকে। নতুন বছরে তারকাদেরও রয়েছে নানান পরিকল্পনা। 'দিন যেমন আসবে তেমনই বাঁচবো', বললেন মীর।
হাতে গোনা আর মাত্র কটা দিন, আসছে নতুন বছর। নতুন বছর মানেই নতুন করে শুরু। আর এই নতুন বছর নিয়ে সবারই নানান পরিকল্পনা থাকে। করোনা আবহে গত দু'বছর ভালো মন্দ মিশিয়েই কেটেছে। এই নতুন বছরে তারকাদেরও রয়েছে নানান পরিকল্পনা। তেমনই কিছু টলি তারকাদের মুখোমুখি হয়েছিল এশিয়ানেট নিউজ বাংলা। 'দিন যেমন আসবে তেমনই বাঁচবো', বললেন মীর। রোগ যাতে না বাড়ে তার জন্য সচেতন হওয়ার বার্তা মীরের। নতুন বছরে আরও সচেতন হওয়ার বার্তা মীরের। তবে নতুন বছর নিয়ে আপাতত কোনও পরিকল্পনা নেই ঊষসীর। এশিয়ানেটের মুখোমুখি হয়ে জানালেন অভিনেত্রী। প্ল্যান প্ল্যানই থেকে যায় তাই কোনও প্ল্যান নেই বলেই জানালেন ঊষসী। নতুন বছরে অনেক নতুন কাজ থাকছে ঐন্দ্রিলার। বছরের শুরু থেকেই শুরু হয়ে যাবে তাঁর কাজ। এশিয়ানেটের মুখোমুখি হয়ে জানালেন অভিনেত্রী।