একসঙ্গে গলা মেলালেন জিৎ-বাবুল-রাশিদ-অভিজিৎরা। সেখানে গিটার বাজাতে দেখা গেল জয় সরকারকে। গিটারের তালে গান গাইতে দেখা গিয়েছে জিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁদের সঙ্গেই গলা মিলিয়েছেন লোপামুদ্রা মিত্রও।
একসঙ্গে গলা মেলালেন জিৎ-বাবুল-রাশিদ-অভিজিৎরা। সেখানে গিটার বাজাতে দেখা গেল জয় সরকারকে। গিটারের তালে গান গাইতে দেখা গিয়েছে জিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁদের সঙ্গেই গলা মিলিয়েছেন লোপামুদ্রা মিত্রও। এক কথা চাঁদের হাট বলাই বাহুল্য। এমনই একটি ভিডিও শেয়ার করেছেন রাজ চক্রবর্তী। যা ইতিমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে। সেখানে গলা মেলাতে দেখা গিয়েছে শুভশ্রীকেও। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বহু তারকারা। প্রসঙ্গত, উস্তাদ রাশিদ খান এবং জয়িতা বসু খানের বিবাহবার্ষিকী ছিল। আর সেখানেই দেখা গিয়েছে তারকাদের মেলা। বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্য, বাবুল সুপ্রিয়, জিৎ গঙ্গোপাধ্যায়, জয় সরকার, শ্রীজাত, লোপামুদ্রা মিত্র এবং রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দিব্যেন্দু ভট্টাচার্য এবং চন্দ্রাণী সিংহ ফ্লোরার মতো বিশিষ্টজনরা। ভিডিওতে অবশ্য দেখা যায়নি রাজ চক্রবর্তীকে। তিনিযে ভিডিওটি করেছেন তা বেশ বোঝা গিয়েছে।