ডান্স বাংলা ডান্স -এর সেটে এশিয়ানেট নিউজ বাংলা। 'ডান্স বাংলা ডান্স' -এ আসতে চলেছে জমজমাটি দুই পর্ব। ২৮ এবং ২৯ আগস্ট থাকছে বড় ধামাকা। প্রতিযোগীদের সঙ্গে নাচ করবেন জনপ্রিয় তারকারা। ডান্স বাংলা ডান্স -এর মঞ্চে নাচতে দেখা গেল গোবিন্দাকেও। যুমনা ঢাকি ধারাবাহিকের যমুনা থেকে রানি রাসমণীর রানিমা অর্থাৎ দিতিপ্রিয়া। এছাড়াও থাকছেন মিঠাই ধারাবাহিকের সোম অর্থাৎ ধ্রুব, কি করে বলব তোমায় ধারাবাহিকের রাধিকা অর্থাৎ স্বস্তিকা, কৃষ্ণকলি নিখিল অর্থাৎ নীল এবং থাকছেন আরও অনেকই। জমজমাটি দুই পর্বের প্রস্তুতি চলছে এখন জোড়কদমে।
ডান্স বাংলা ডান্স -এর সেটে এশিয়ানেট নিউজ বাংলা। 'ডান্স বাংলা ডান্স' -এ আসতে চলেছে জমজমাটি দুই পর্ব। ২৮ এবং ২৯ আগস্ট থাকছে বড় ধামাকা। প্রতিযোগীদের সঙ্গে নাচ করবেন জনপ্রিয় তারকারা। ডান্স বাংলা ডান্স -এর মঞ্চে নাচতে দেখা গেল গোবিন্দাকেও। যুমনা ঢাকি ধারাবাহিকের যমুনা থেকে রানি রাসমণীর রানিমা অর্থাৎ দিতিপ্রিয়া। এছাড়াও থাকছেন মিঠাই ধারাবাহিকের সোম অর্থাৎ ধ্রুব, কি করে বলব তোমায় ধারাবাহিকের রাধিকা অর্থাৎ স্বস্তিকা, কৃষ্ণকলি নিখিল অর্থাৎ নীল এবং থাকছেন আরও অনেকই। জমজমাটি দুই পর্বের প্রস্তুতি চলছে এখন জোড়কদমে।