ভালোবাসার দিনে ভালোবাসায় মজে সকলে। ভ্যালেনটাইন্স ডে চুটিয়ে আনন্দ করছে রুদ্রজিৎ-প্রমিতা। ভালোবাসার দিনে ভালোবাসার রঙে সেজে উঠেছেন প্রমিতা। এশিয়ানেটের সঙ্গে খোলামেলা আড্ডায় রুদ্রজিৎ-প্রমিতা। প্রেম নিয়ে চুটিয়ে আড্ডা দিলেন রুদ্রজিৎ-প্রমিতা। কীভাবে শুরু হয়েছিল রুদ্রজিৎ-প্রমিতা, জানালেন সেকথাও।
ভালোবাসার দিনে ভালোবাসায় মজে সকলে। ভ্যালেনটাইন্স ডে সবার কাছেই খুব স্পেশাল। সবাই এই বিশেষ দিনটাকে বিশেষভাবে উদযাপন করেন। এই ভ্যালেনটাইন্স ডে চুটিয়ে আনন্দ করছেন রুদ্রজিৎ এবং প্রমিতা। ভালোবাসার দিনে ভালোবাসার রঙে সেজে উঠেছেন প্রমিতা। লাল পোশাকে এদিন দেখা গেল প্রমিতাকে। এশিয়ানেটের সঙ্গে খোলামেলা আড্ডায় রুদ্রজিৎ-প্রমিতা। নিজেদের প্রেম নিয়ে চুটিয়ে আড্ডা দিলেন রুদ্রজিৎ-প্রমিতা। কীভাবে শুরু হয়েছিল রুদ্রজিৎ-প্রমিতার প্রেম, এশিয়ানেটের মুখোমুখি হয়ে জানালেন সেকথাও। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন দু'জনে একসঙ্গে সময় কাটান রুদ্রজিৎ এবং প্রমিতা, এশিয়ানেটের মুখোমুখি হয়ে জানালেন দু'জনে। প্রতিদিন একটু একটু করে একে অপরকে চিনছেন রুদ্রজিৎ এবং প্রমিতা। রুদ্রজিৎ জানালেন ছোট ছোট জিনিসের মধ্যেই ভালোবাসা লুকিয়ে থাকে। বাবা মারা যাওয়ার পর ভেঙে পড়েছিলেন রুদ্রজিৎ। সেই সময় কীভাবে প্রমিতা তাঁর পাশে ছিল সেকাথাও জানালেন রুদ্রজিৎ। ভালোবাসার কোনও বিশেষ দিন হয়না তবে ভ্যালেনটাইন্স ডে একটু অন্যভাবে কাটাতে ভালোলাগে। ভালোলাগা থেকেই ভালোবাসার শুরু, জানালেন রুদ্রজিৎ-প্রমিতা।