সোশ্যাল মিডিয়ায় হামেশাই তারকাদের মজার ভিডিও উঠে আসে। এবার এক মজার ভিডিও সামনে আনলেন তৃণা সাহা। তৃণা সাহা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। মাঝে মধ্যেই তাঁর রিল সামনে আসে। এবার এক মজার রিল শেয়ার করলেন তিনি। তৃণাকে জুতো নিয়ে তাড়া করলেন জন-এর। এমনই দেখাগেল এই মজার রিল ভিডিওয়।
সোশ্যাল মিডিয়ার হাত ধরে হামেশাই তারকাদের নানান মজার মজার রিল ভিডিও সামনে আসে। রিল ভিডিওয় এখন মজে রয়েছে তারকা থেকে শুরু করে সকলেই। আরও একবার তেমনই এক রিল ভিডিও সামনে এল। এক মজার ভিডিও সামনে আনলেন এবার অভিনেত্রী তৃণা সাহা। তৃণা সাহা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। মাঝে মধ্যেই তার রিল সোশ্যাল মিডিয়ার হাত ধরে সামনে আসে। এবার এক মজার রিল শেয়ার করলেন তিনি। নীল সঙ্গে অবশ্য তাঁর এই নতুন ভিডিও নয়। অভিনেতা জন ভট্টাচার্যর সঙ্গে তাঁকে এই ভিডিওতে দেখা গিয়েছে। মজার এই ভিডিওয় দেখা গিয়েছে তৃণা এবং জন নাচ করছে। নাচ করতে করতেই জুতো খুলে ফেলেন জন। জনের জুতো পেয়ে নিজের জুতো ছেড়ে জনের জুতোই পরে নেন তৃণা। তাই দেখে জুতো নিয়ে তৃণাকে তাড়া করে জন। তবে এই সবটাই দুজনে করেছেন মজা করে।