শুরুর পর থেকেই টি আর পি তালিকায় নজর করেছে স্টার জলসার নতুন ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি। দীর্ঘ দিন ধরে অত্যাচারিত বিহান , মানসিক ভাবে ভারসাম্য হারায়। কিন্তু তার সংগীত চর্চাই তাকে বাঁচিয়ে রেখেছে, অন্যদিকে নিজের হোম ডেলিভারি দাপটের সঙ্গে একা হাতে সামলায় খুকুমণি।
শুরুর পর থেকেই টি আর পি তালিকায় নজর করেছে স্টার জলসার নতুন ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি। দীর্ঘ দিন ধরে অত্যাচারিত বিহান , মানসিক ভাবে ভারসাম্য হারায়। কিন্তু তার সংগীত চর্চাই তাকে বাঁচিয়ে রেখেছে, অন্যদিকে নিজের হোম ডেলিভারি দাপটের সঙ্গে একা হাতে সামলায় খুকুমণি। কখনও কোনও অন্যায় এর সাথে আপস করে না সেন। ঘটনা চক্রে বিহানের আলিশান বাড়িতে খাবার দিতে পৌঁছায় খুকুমণি, সেখানেই বিহানের দুরবস্থা চোখে পড়ে তার। অজান্তেই বিহানকে ওই নরক থেকে আগলাতে শুরু করে খুকুমণি। বিহনের কাছেও খুকুমনি হয়ে ওঠে আশ্রয়। এ তো গেল পর্দার ও পারের কেমিস্ট্রি। পর্দার বাইরেও বিহণের যত্ন নেয় খুকুমণি। নিজে হাতে করিয়ে দেয় বিহনে মেকাপও।