সদ্য বিহান খুকুমনি ৪ হাত এক হয়েছে। আর এই চমকে ধারাবাহিকের টি আর পির পারদ তুঙ্গে। এর আগেই আপনারা দেখেছেন খুকুমণি হোম ডেলিভারির সেট আক্সান কাট এর ওপরে ঠিক কতটা জমজমাট থাকে।
শুরুর পর থেকেই টি আর পি তালিকায় নজর করেছে স্টার জলসার ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি। সদ্য বিহান খুকুমনি ৪ হাত এক হয়েছে। আর এই চমকে ধারাবাহিকের টি আর পির পারদ তুঙ্গে। এর আগেই আপনারা দেখেছেন খুকুমণি হোম ডেলিভারির সেট আক্সান কাট এর ওপরে ঠিক কতটা জমজমাট থাকে। এবারও সেইরকম এক মজার ভিডিওই সামনে এল। ধারাবাহিকে প্রথম থেকেই দেকে গিয়েছে কখনও কোনও অন্যায় এর সঙ্গে আপস করে না খুকুমণি। ঘটনাচক্রে বিহানের আলিশান বাড়িতে খাবার দিতে পৌঁছয় খুকুমণি, সেখানেই বিহানের দুরবস্থা চোখে পড়ে তার। অজান্তেই বিহানকে ওই নরক থেকে আগলাতে শুরু করে খুকুমণি। বিহনের কাছেও খুকুমনি হয়ে ওঠে আশ্রয়। এতদিন শত্রুদের থেকে বিহানকে আগলে রেখেছে খুকুমণি, আর এখন তো সেই তার রক্ষা কবচ। এই ভাবেই বিপদে বিহানের ঢাল হয়ে দাড়াতে পারবে তো খুকুমণি? জানতে হলে দেখতে থাকুন" খুকুমণি হোম ডেলিভারি"। এই ধারাবাহিক-এর শ্যুটিংয়ের ফাঁকেই চলছে আড্ডা। আবারও ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। এর আগেও এমন ছবি ধরা পড়ছে ক্যামেরায়। শ্যুটিংয়ের মাঝেই চলছে চুটিয়ে আড্ডা।