অঙ্কুশকে হামেশাই দেখা যায় পোষ্যদের সঙ্গে সময় কাটাতে। আদরের পোষ্যকে কোলে নিয়ে অঙ্কুশ। সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ শেয়ার করলেন নতুন ভিডিও। পোষ্যর সঙ্গে অদ্ভূত ভাষায় কথা বলে দেখা গিয়েছে তাঁকে।
অঙ্কুশ যে পশুপ্রেমী তা তাঁকে জেখলে বেশ বোঝা যায়। অঙ্কুশকে (Ankush Hazra) হামেশাই দেখা যায় পোষ্যদের সঙ্গে সময় কাটাতে। সোশ্যাল মিডিয়ায় (social media) বেশ অ্যাকটিভ অঙ্কুশ তাই সেখানে পোষ্যদের সঙ্গে সময় কাটানোর নানান মজার মজার ভিডিও শেয়ার করেন তিনি। এবার আদরের পোষ্যকে কোলে নিয়ে দেখা গেল অঙ্কুশকে। সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ শেয়ার করছেন এই নতুন ভিডিও। পোষ্যর সঙ্গে অদ্ভূত ভাষায় কথা বলে দেখা গিয়েছে তাঁকে। সবটাই তবে মজা করে করেছেন অঙ্কুশ। তবে এই ভিডিওর মধ্যে দিয়ে তিনি যে তাঁর আদরের পোষ্যকে কতটা ভালোবাসেন সেই ছবি উঠে এসেছে। ভিডিওটা পোস্ট করে অঙ্কুশ জানিয়েছেন এটা তাঁদের ভাষা। আউটডোর শ্যুটিংয়ে গিয়ে তিনি তাঁর পোষ্যকে মিস করছেন আর সেই কারণেই এই ভিডিওটি পোস্ট করেছেন তিনি। ইতিমধ্যেই এই ভিডিওয় ১৬ হাজারেরও বেশি লাইক পড়েছে। এই ভিডিওয় কমেন্ট করতে দেখা গিয়েছে ঐন্দ্রিলাকে।