অভিনয়ের পাশাপাশি অপরাজিতা আঢ্যর রয়েছে অনেক গুণ। তিনি যেমন ভালো আবৃত্তি করেন তেমনই ভালো নাচেনও। খুব ভালো গানও করেন অপরাজিতা আঢ্য।
বর্তমানে অপরাজিতা আঢ্যকে দেখা যাচ্ছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে। ছোট পর্দায় ফিরেই আবারও সবার মন জয় করে নিয়েছেন অপরাজিতা। শুধু বাংলা ছবি বা ধারাবাহিকেই নয় এর আগে বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। তিনি যে অসাধারণ একজন অভিনেত্রী তা সকলেরই জানা। তবে অভিনয়ের পাশাপাশি অপরাজিতা আঢ্যর রয়েছে অনেক গুণ। আভিনয়ের পাশাপাশি তিনি যেমন ভালো আবৃত্তি করেন তেমনই ভালো নাচেনও। তাঁকে আবৃত্তি করতেও শোনা গিয়েছে আগে। হামেশাই তাঁর নাচের নানান ভিডিও সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে আসে। নাচ এবং অভিনয়ের পাশাপাশি খুব ভালো গানও করেন অপরাজিতা আঢ্য। এবার তাঁর গানেরই এক ভিডিও উঠে এল সোশ্যাল মিডিয়ায়। নিজেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন তিনি। নিজের মনেই এই গান ধরেছেন বলেও জানালেন অপা। খালি গলায়ও অসাধারণ গান করেন অপরাজিতা আঢ্য। এই ভিডিও দেখেই আবারও বেশ বোঝা গেল কত গুণ অপরাজিতা আঢ্যর।