একেবারে শেষের পর্যায়ে দাঁড়িয়ে শ্রীময়ী। দিঠি-ছটুর বিয়ের দিনই নিখোঁজ হন রোহিত সেন। শ্রীময়ীর জীবনে আবারও নেমে আসে ঘোর অন্ধকার। দুষ্কৃতীদের হাতে অপহৃত হন রোহিত সেন।
একে বারে শেষের পর্যায় দাড়িয়ে, শ্রীময়িয়ের গল্প। দিঠি ছটুর বিয়ের দিনই নিখোঁজ হন রোহিত সেন। শ্রীময়ির জীবনে আবারও নেমে আসে ঘোর অন্ধকার। এরপরই জানা যায় দুষ্কৃতীদের হাতে অপহৃত হয়েছেন রোহিত সেন। আর তাই শত্রুদের ডেরায় ছদ্মবেশে পৌছে যান শ্রীময়ী। সেখানেই শত্রু মোকাবিলায় হাতে তুলে নেন বন্দুকও। এরপর বিপদ থেকে উদ্ধার করে আনেন রোহিত সেনকে। এই পর্যন্ত তো আপনাদের সকলের জানা। দুষ্কৃতীদের থেকে নিস্তার পেলেও অপরহরনের কারনেই মারন রোগ আরও জাঁকিযে বসে রোহিত সেনের শরীরে। ধারাবাহিকে এই মুহুর্তে দেখা যাচ্ছে নিজের সময় ফুরিযে আসার কথা বারেবারেই টের পাচ্ছেন রোহিত সেন। ডাক্তারও তাকে জবাব দিয়ে দেন। আর এই খবরে ভেঙে পড়ে শ্রীময়ি। কিন্তু এই ইমোশানাল দৃশ্যতো ধারাবাহিকের গল্পে। আসলে পর্দার পিছনে কি চলছে। হাতে মাত্র কয়েকটা দিন আর তাই এক মূহুর্তও সময় নষ্ট করতে না রাজ টিম শ্রীময়ি। ধারাবাহিকে যত মন খারাপ করা দৃশ্যই থাকুক না কেন, পর্দার এপারে শেষের কটাদিন এমন ভাবেই কাটাতে চান সকলে।