হামেশাই ভাস্বরকে দেখা যায় নানান মজার রিল করতে। কখনও দেখা যায় তাঁকে গান গাইতে। এবার অন্যরকম এক রিল শেয়ার করলেন অভিনেতা। গোটা কাঁচালঙ্কা চিবিয়ে খেতে দেখা গেল এবার তাঁকে। মিরচি পকোড়া খাওয়ার ভিডিও শেয়ার অভিনেতার।
বলিউড থেকে শুরু করে টলিউড তারকারা এখন মজে আছেন সোশ্যাল মিডিয়া রিল ভিডিওয়। তারকাদের হামেশাই দেখা যায় রিল ভিডিওতে। তেমনই টলি অভিনেতা ভাস্বরকে হামেশাই দেখা যায় নানান মজার রিল করতে। কখনও দেখা যায় তাঁকে গান গাইতে। কখনও টলি সুন্দরীদের সঙ্গে গানের তালে নাচে মজতেও দেখা যায়। নানান মজার মজার রিলও শেয়ার করেন তিনি। এবার অন্যরকম এক রিল শেয়ার করলেন অভিনেতা। গোটা কাঁচালঙ্কা চিবিয়ে খেতে দেখা গেল এবার তাঁকে। তবে সেটা ছিল মিরচি পকোড়া। মিরচি পকোড়া খাওয়ার ভিডিও শেয়ার অভিনেতার। মিরচি পকোড়া অনেকেরই পছন্দের। ভাস্বরেরও যে মিরচি পকোড়া কতটা পছন্দের তা এই ভিডিও দেখলে বেশ বোঝা যায়। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল নেট দুনিয়ায়।