আহির-পিলুর ঠোকাঠুকির মধ্যেই চলছে সঙ্গীত চর্চা এই সব মিলিয়ে ভালই এগোচ্ছে পিলুর গল্প। এই সপ্তাহের টি আর পি লিস্টে পিলুর জায়গা নির্ধারিত হবে। তবে ধারাবাহিকের মুখ্য অভিনেতা গৌরব রায় চৌধুরী এশিয়ানেট নিউজ বাংলাকে জানান প্রথম দিন টেলিকাস্ট এর পরই দর্শকদের থাকে দারুন ভালোবাসা কুড়িয়েছে পিলু।
১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক 'পিলু'। মূলত সঙ্গীতকে কেন্দ্র করেই এই নতুন ধারাবাহিকের গল্প। ধারাবাহিকে সঙ্গীতশিল্পী আহিরের ভূমিকায় দেখা যাচ্ছে গৌরবকে। ভিন্ন ধরনের এই চরিত্রের জন্য গৌরবের প্রস্তুতি চলছে জোরদার। এমন ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আহির-পিলুর ঠোকাঠুকির মধ্যেই চলছে সঙ্গীত চর্চা এই সব মিলিয়ে ভালোই এগোচ্ছে পিলুর গল্প। এই সপ্তাহের টি আর পি লিস্টে পিলুর জায়গা নির্ধারিত হবে। তবে ধারাবাহিকের মুখ্য অভিনেতা গৌরব রায় চৌধুরী এশিয়ানেট নিউজ বাংলাকে জানান, প্রথম দিন টেলিকাস্ট-এর পরই দর্শকদের থেকে দারুন ভালোবাসা কুড়িয়েছে পিলু। পর্দার বাইরেও প্রোমো সুট-এর পর থেকেই ধারাবাহিকের কলাকুশলীদের বন্ডিং দেখা গিয়েছিল। এবার ক্যামেরায় ধরা পড়ল শ্যুটিংয়ের ফাঁকে কলাকুশলীরা কী করেন। সেখানেই বিশ্বনাথের সঙ্গে গান গাইতে দেখা গেল আহির অর্থাৎ গৌরবকে।