শ্রীময়ীর শেষ নিয়ে মনখারাপের সুর ইন্দ্রানী হালদারের গলায়। আগামী ২ দিনের মধ্যেই শেষ হতে চলেছে শ্রীময়ী। এই ধারাবাহিক যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জীবনের সব শেষ সুখের হয় না। অধিকাংশ ধারাবাহিকেরই শেষের পাতায় প্রত্যাশিত থাকে হ্যাপি এন্ড্যিং। কিন্তু এখানে তেমনটা হল না।
শ্রীময়ীর শেষ নিয়ে মনখারাপের সুর ইন্দ্রানী হালদারের গলায়। আগামী ২ দিনের মধ্যেই শেষ হতে চলেছে শ্রীময়ী। এই ধারাবাহিক যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জীবনের সব শেষ সুখের হয় না। অধিকাংশ ধারাবাহিকেরই শেষের পাতায় প্রত্যাশিত থাকে হ্যাপি এন্ড্যিং। কিন্তু এখানে তেমনটা হল না। শ্রীময়িকে রিক্ত করেই চলে গেলেন রোহিত সেন। রোহিত সেনের মৃত্যুর মত পরিনতি এখনও মানতে পারছেন না শ্রীময়ীর ভক্তরা। এর পর কি হবে শ্রীময়ীর, এই শোক কি সত্যি কাটিয়ে উঠতে পারবে সে। তবে বিধবাবেশে তাকে দেখে চোখে জল ধরে রাখতে পারে নি অনেকেই। শেষের পথে এসে অবেগ প্রবণ হয়ে পড়লেন, অভিনেত্রী ইন্দ্রানী হালদারও। দর্শকদের উদ্যেশ্যে বললেন শ্রীময়ী হিসাবে শেষ কটা কথা। এই ভিডিও দেখে অবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। কেউ কেউ বলেন শ্রীময়ী আমাদের কাছে একটা উজ্জ্বল উদাহরণ। এই কমেন্টের উত্তরে অভিনেত্রী ইন্দ্রানী হালদার লেখেন “ সকলকে ধন্যবাদ, তবে এটা খুব কঠিন সত্য যে ২০ তারিখ থেকে (শ্রীময়ী শেষের পর দিন থেকে) আর কেউ এই ধারাবাহিকের কথা মনে রাখবে না। এই জায়গায় যে নতুন ধারাবাহিক শুরু হবে সেটাকেই মানুষ আবার ভালো বাসবে। আর খুব কঠিন সত্যি হল, ইদানিং শ্রীময়ী অনেকই পছন্দ করছিলেন না আর তা প্রকাশ পেয়েছিল টিআরপি তালিকায়। দয়া করে সকলে নিজেদের যথাযথ মতামত দিন“।অভিনেত্রীর কথায় স্পষ্ট ধরা পড়ে খারাপ লাগার সুর। তবে শেষ দিনের শ্রীময়ীর শ্যুটিংয়ের পর বেশ ইমশানাল অভিনেত্রী। সকলকে জানালেন নিজের অন্তরীক ভালোবাসা।