শেষ হতে চলেছে শ্রীময়ী, মনখারাপ দর্শকদের। রোহিত সেনের মৃত্যু মানতে পারছেন না শ্রীময়ীর ভক্তরা। রোহিত সেনের মৃত্যুর পর কী পরিণতি হবে শ্রীময়ীর। শ্রীময়ীর ভক্তদের মনে এখন নানান প্রশ্ন।
বেশ কিছুদিন ধরেই শ্রীময়ী শেষের খবরে মন খারাপ দর্শকদের। আর সবথেকে বড় বিষয়, রোহিত সেনের মৃত্যুর মত পরিনতি এখনও মানতে পারছেন না শ্রীময়ী ভক্তরা। রোহিতের চলে যাওয়াটা যেন সত্যি শ্রীময়ীকে রিক্ত করেই যাওয়া। এর পর কি হবে শ্রীময়ীর এই শোক কি সত্যি কাটিয়ে উঠতে পারবে সে। নাকি জীবন বিমূখ হয়ে পরবে। আর নাকি মৃত্যুর আগে রোহিতের অনিন্দ্যর সাথে ব্যাক্তিগত কথপ কথন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। সকলের মনে নানা প্রশ্ন। তবে উত্তর মিলতে আর খুব বেশী দেরি নেই। চলতি মাসের ১৯ তারিখই মিলবে সব উত্তর। কারণ ওই দিনই ধারাবাহিকের শেষ সম্প্রচার। তবে আজ অর্থাত ১৫ তারিখই হয়ে গেল ধারাবাহিকের শেষ শ্যুটিং। আর তাই এই দিনটাকে ফ্রেম বন্দি করলেন জুন আন্টি অর্থাত উষসী চক্রোবর্তী। সকলকে সাথে নিয়ে ফেস বুক লাইভে দর্শকদের সাথে সরাসরি কথা বললেন অভিনেত্রী।