সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিও পোস্ট করলেন টলি কুইন কোয়েল মল্লিক। সেখানেই বললেন তাঁর ছেলেবেলার গল্প। ছোটো বেলায় আঁচার চুরি করে খেতে ভালোবাসতেন তিনি। আঁচার রোদে শুকোতে দেওয়ার আগেই তা শেষ করে ফেলতেন। ভিডিও করে এমনটাই জানালেন কোয়েল। তবে তাঁর ছেলে বেলার অভ্যাস যে এখনও যায়নি তা তাঁকে দেখে বেশ বোঝাগেল। আঁচার খেতে খেতেই ভিডিও শেয়ার করলেন কোয়েল।