মিলিন্দ সোমানের সাহসী ছবি আগেও নজর কেড়েছে নেটিজনদের। বহু মেয়ের হার্ট থ্রবও তিনি। রীতিমত সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে তাঁর মডেলিং -এর ছবি। এর আগে তাঁকে নুড ফটোশুট করতেও দেখা গিয়েছে বহুবার। নগ্ন অবস্থায় সমুদ্রের ধার দিয়ে হাঁটতেও দেখা গিয়েছে তাঁকে। এবার তাঁকে জলের নীচে শুয়ে ভিডিও শুট করতে দেখা গেল। তবে জলের নীচে এটাই যে প্রথম ভিডিও শুট করছেন তিনি তেমনটা একেবারেই নয়। এর আগেও তাঁকে দেখা গিয়েছে জলের নীচে ভিডিও শুট করতে। সপ্তাহের প্রথম দিনেই এমন একটি ভিডিও শেয়ার করেন তিনি। এখন তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় তুলেছে।