২১ বছর পর ২১-এর কন্যার মাথায় সেরা সুন্দরীর মুকুট। ২১ বছর পর মিস ইউনিভার্স ভারত তনয়া হারনাজ সান্ধু। সোমবার থেকে এই একটাই ঘুরপাক খাচ্ছে বিনোদন জগতে। তাঁর জয়কেই সেলিব্রেট করতে সকলে সামিল।
২১ বছর পর ২১-এর কন্যার মাথায় সেরা সুন্দরীর মুকুট। ২১ বছর পর মিস ইউনিভার্স ভারত তনয়া হারনাজ সান্ধু। সোমবার থেকে এই একটাই ঘুরপাক খাচ্ছে বিনোদন জগতে। তাঁর জয়কেই সেলিব্রেট করতে সকলে সামিল। তাঁর জয়কে সেলিব্রেট করতে পিছিয়ে থাকল না কালার্সও। হরনাজ সান্ধুর একটি বৈশিষ্ট এখন সকলের মুখে মুখে। তাঁর ব়্যাম্পে হাঁটার দক্ষতার তারিফ করেছেন সকলেই। তাঁর এই প্রতিভা কালার্সের ফ্রেমে আগেই ধরা পড়েছিল। উদারিয়া ধারাবাহিকে ব়্যাম্পে হেঁটেছিলেন তিনি। সেই পুরোনো ভিডিওই এখন নেট দুনিয়ায় ভাইরাল। টানা ২১ বছর পর তাঁর হাত ধরেই দেশে ফিরেছে মিস ইউনিভার্সের মুকুট। ২১ বছর পর আবারও এই সম্মান ঘরে নিয়ে ফিরলেন পঞ্জাবের মেয়ে হরনাজ। মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই খবর। মিস ইউনিভার্সেরই এই ভিডিও এখন ভাইরাল।