মৌ বৌদি এখন রীতিমত ঝড় তুলেছে নেট দুনিয়ায়। মৌ বৌদি অর্থাৎ মনামী এবার জানালেন নিজের মনের কথা। নিজের ভালোবাসার কথা জানালেন এই সুন্দরী টলি তারকা। সোশ্যাল মিডিয়ায় এবার তাঁকে ভালোবাসার কথা বলতে শোনা গেল। তাঁর এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ঝড় তোলে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে খাবার খেতে খেতেই ভালোবাসার কথা বললেন মনামী। নিজেকে তিনি যে কতটা ভালোবাসেন সেই কথা জানালেন টলি সুন্দরী।