সদ্যই প্যারিসে সময় কাটাতে দেখা গিয়েছে নেহা-রোহনপ্রীতকে। বিয়ের এক বছর পেরিয়েও রোম্যান্স এতটুকু ফিকে হয়নি তাঁদের। প্যারিসে গিয়েই আবারও প্রেমে মজেছেন এই তারকা দম্পতি। সেই সঙ্গেই চুটিয়ে রোম্যান্সও করতে দেখা গিয়েছে তাঁদের।
সদ্যই প্যারিসে সময় কাটাতে দেখা গিয়েছে নেহা-রোহনপ্রীতকে। বিয়ের এক বছর পেরিয়েও রোম্যান্স এতটুকু ফিকে হয়নি তাঁদের। প্যারিয়ে গিয়েই আবারও প্রেমে মজেছেন এই তারকা দম্পতি। সেই সঙ্গেই চুটিয়ে রোম্যান্সও করতে দেখা গিয়েছে তাঁদের। আইফেল ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মজতে দেখা গিয়েছে। নেহা-রোহনপ্রীতের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল। নেহা-রোহনপ্রীতের প্রেমের তবে তারিফ করতেই হয়। ভিডিওর হাত ধরে উঠে এসেছে তাঁদের ভালোবাসার ছবি। বলিউডের রিমেক কুইন নেহা কক্কর সর্বদাই প্রায় খবরের শিরোনামে থাকেন। কখনও বিয়ের পরই তাঁর অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার খবর সামনে কখনও আবার তাঁকে দেখা যায় স্বামীর সঙ্গে প্রকাশ্যে মারপিট করতে। এবার তবে প্রকাশ্যে তাঁর স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর এই ছবি এবং ভিডিও তিনি নিজেই সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন। শুধু তাই নয় রাতারাতি ভাইরালও হয়ে যায় এই ছবি এবং ভিডিও।