অনেক দিন পর চেনা ঘরে পরমব্রত চট্টোপাধ্যায়। সদ্যই একটি ভিডিও শেয়ার করেছেন পরম। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, 'অনেক দিন পর আবার চেনা ঘরে'। বহুদিন পরে আবার তাঁকে গিটার বাজাতে শোনা গিয়েছে সেখানে। অনেকেরই হয়ত জানা পরমব্রত-র একটি ব্যান্ডও ছিল।
অনেক দিন পর চেনা ঘরে পরমব্রত চট্টোপাধ্যায়। সদ্যই একটি ভিডিও শেয়ার করেছেন পরম। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, 'অনেক দিন পর আবার চেনা ঘরে'। বহুদিন পরে আবার তাঁকে গিটার বাজাতে শোনা গিয়েছে সেখানে। অনেকেরই হয়ত জানা পরমব্রত-র একটি ব্যান্ডও ছিল। ব্যান্ডটা না থাকলেও গানের প্রতি ভালোবাসা আজও রয়েছে তাঁর। ব্যস্ততার মাঝে তাই একটু সময় পেলেই তাঁর গান শোনা যায়। তাই বলা যেতেই পারে অনেক দিন পর নিজের ভালোবাসার কাছে ফিরলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত-র অন্যতম ভালোবাসার বিষয় মিউজিক। আর তাই গিটারে সুর তুললেন অভিনেতা। অনেকেরই হয়ত জানা শুরুর দিকে একটি বাংলা ব্যান্ডও ছিল তাঁর। সেই ব্যন্ড করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যার, যিশু সেনগুপ্ত, খাড়াজ মুখোপাধ্যায় আরও অনেকে। কিন্তু পরে সময়ের অভাবে তা আর সচল রাখা সম্ভব হয়নি। তবুও গানের প্রতি ভালোবাসাটা তার একইরকম রয়েগিয়েছে। আর তাই নানান ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে গিটার বাজালেন অভিনেতা।