কথায় আছে 'যে রাধে সে চুল ও বাঁধে'। এই প্রবাদের প্রত্যক্ষ উদাহরণ হলেন সকলের প্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। দীর্ঘ কয়েক বছর ধরে তার অভিনয় দক্ষতাসকল কে মুগ্ধ করে আসছে। তাকে মুক্ত কণ্ঠে গান ও গাইতে শোনা গিয়েছে।
কথায় আছে 'যে রাধে সে চুল ও বাঁধে'। এই প্রবাদের প্রত্যক্ষ উদাহরণ হলেন সকলের প্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। দীর্ঘ কয়েক বছর ধরে তাঁর অভিনয় দক্ষতা সকলকে মুগ্ধ করে আসছে। তাকে মুক্ত কণ্ঠে গানও গাইতে শোনা গিয়েছে আগে। এমনকী নানা অনুষ্ঠানে নাচতেও দেখা গিয়েছে তাঁকে। বাড়িতে তিনি যে নাচ শেখান সে ছবিও উঠে এসেছে তাঁর সোশ্যাল মিডিয়ার হাত ধরে। এবার এক দারুণ কবিতা পাঠ করলেন অভিনেত্রী। তবে তিনি যে ভালো কবিতা করেন তা অনেকরই জানা। আবারও এক কবিতা পাঠ করে সকলের মন জয় করে নিলেন তিনি। পরনে লাল পেড়ে হলুদ শাড়ি এলো চুলে অসাধারণ দেখাচ্ছিল তাঁকে কবিতা পাঠ করার সময়। তাঁর মধ্যে যে কত গুণ রয়েছে তা অনেকেরই অজানা নয়। প্রতিবছর তাঁকে বাড়ির লক্ষ্মীপুজোয় দেখা যায় বাড়ির পুজোর সমস্ত গোছগাছ করতে শুধু তাই নয় তাঁর কন্ঠে লক্ষ্মীর পাঁচালিও অনেকেই শুনেছেন। এবার তিনি অসাধারণ এক কবিতা পাঠ করে দিলেন নিজের সোশ্যাল মিডিয়ায়। যা ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়।