সাহসী বঙ্গনারীদের মধ্যে একজন শর্মিষ্ঠা আচার্য। যেকোনও পোশাকেই পারফেক্ট এই টলি সুন্দরী। হামেশাই সাহসী পোশাকে নেট দুনিয়ায় ঝড় তোলেন তিনি। এবারও তেমনই এক পোশাকে ক্যামেরায় ধরা দিলেন তিনি।
সাহসী বঙ্গনারীদের তালিকায় উঠে আসে অনেকেরই নাম। আর এই সাহসী বঙ্গনারীদের মধ্যেই একজন শর্মিষ্ঠা আচার্য। যেকোনও পোশাকেই পারফেক্ট এই টলি সুন্দরী। হামেশাই সাহসী পোশাকে নেট দুনিয়ায় ঝড় তোলেন তিনি। এর আগেও নানান আকর্ষণীয় পোশাকে দেখা গিয়েছে। জিরে ফিগার নয়, হালকা মেদযুক্ত ফিগারই তাঁর মূল আকর্ষণ। হালকা মেদযুক্ত ফিগারেও যেকোনও পোশাকেই বেশ সাবলীল শর্মিষ্ঠা। আগেও উন্মুক্ত পোশাকে বহুবার দেখাব গিয়েছে। ডিপ নেক পোশাকে নজর কেড়েছেন সকলের। এবারও তেমনই এক পোশাকে ক্যামেরায় ধরা দিলেন তিনি। পরনে ব্রা আর জিনস, জিনসের ওপর দিয়েই উঁকি মারছে অন্তর্বাস। অন্তর্বাসের রঙটাও বেশ আকর্ষণীয়। একেবারে হালকা রঙের লেসের অন্তর্বাস যা দেখা যাচ্ছে জিন্সের প্যান্টের ওপর দিয়ে। ওপরেও টপের বদলে শুধুই অন্তর্বাস। একেবারে হালকা রঙের অন্তর্বাস। এমনই হট পোশাকে বোল্ড লুকে এবার ঝড় তুললেন টলি সুন্দরী শর্মিষ্ঠা আচার্য। ভিডিও আপলোডের ১৫ ঘন্টার মধ্যেই ভিডিওটিতে ৬ হাজারেরও বেশি লাইক পড়েছে, সেই সঙ্গেই ২৩৩টা কমেন্ট।