মা বিখ্যাত নৃত্য শিল্পী তনুশ্রীশঙ্করের সঙ্গে হামেশাই নাচতে দেখা যায় কন্যা শ্রীনন্দাশঙ্কর -কে। এবার তাঁকেই নাচতে দেখা গেল শাশুড়ির সঙ্গে। শাশুড়িমায়ের সঙ্গে নাচে মজেছেন শ্রীনন্দাশঙ্কর। সোশ্যাল মিডিয়ায় শাশুড়ি-বৌমার ভিডিও এখন ভাইরাল। এই পোস্টটিতে তিনি নিজের পরিবারকে 'ডান্সি পরিবার' বলেও উল্লেখ করেছেন। শাশুড়ি বৌমার উদ্দম নাচের ভিডিও মন কাড়বে সকলের।