দ্বিতীয়বার করোনা আক্রান্ত রাজ-শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেরাই সেকথা জানিয়েছিলেন তাঁরা। এই সময় ভক্তরা চিন্তিত ছিলেন ছোট্ট ইউভানকে নিয়ে। ভক্তদের চিন্তার অবসান ঘটান এই তারকা দম্পতি। ইউভানের নেগেটিভ রিপোর্টের সেকথা জানান তারা। করনায় আক্রান্ত হওয়ায় ইউভান মা-বাবাকে পাচ্ছে না। ছেলেকেও কাছে না পেয়ে অস্থির হচ্ছেন রাজ-শুভশ্রী। ভিডিও কলেই তাই তাঁরা সময় কাটাচ্ছেন ইউভানের সঙ্গে।
দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী। সেই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেরাই শেয়ার করেন তারা। এই সময়ে ভক্তরা চিন্তিত ছিলেন ছোট্ট ইউভানকে নিয়ে। কিন্তু তাদের চিন্তার অবসান ঘটান এই তারকা দম্পতি। সদ্যই তারা সোশ্যাল মিডিয়ায় ইউভানের নেগেটিভ রিপোর্টের কথা জানান। ইউভান যে একেবারে সুস্থ রয়েছে সেকথা জানান তাঁরা। তবে করনায় আক্রান্ত হওয়ার কারণে ছোট্ট ইউভানের থেকে এখন আলাদাই থাকছে তার মা-বাবা অর্থাৎ রাজ এবং শুভশ্রী। ছেলেকে কাছে পাচ্ছেন না এখন রাজ এবং শুভশ্রীও। তাঁদের লিটিল এঞ্জেলকে কাছে না পেয়ে অস্থির হয়ে উঠেছেন রাজ এবং শুভশ্রী। আর তাই এক দারুণ উপায়ে ইউভনের সঙ্গে সময় কাটাচ্ছেন শুভশ্রী। সেই ভিডিওই ধরা পড়ল ক্যামেরায়। করোনায় গৃহবন্দি রাজ-শুভশ্রী, কিন্তু তার মাঝেও নিজেকে ঠিক রাখতে, যোগা করতে দেখা গিয়েছে শুভশ্রীকে। আর এবার ভিডিও কলে উভানের সঙ্গে সময় কাটাতে দেখা গেল তাঁকে।