এখন এক ক্ষুদে তারকা রাজশ্রী পুত্র ইউভান। তাঁর ভিডিওয় মজে এখন নেটাগরিকরা। তাঁর নানান মজার মুহূর্তের ভিডিও শেয়ার করেন রাজ-শুভশ্রী। গান শুনিয়ে ছেলেকে আদরে ভরালেন শুভশ্রী।
এখন এক ক্ষুদে তারকা রাজশ্রী পুত্র ইউভান। তাঁর ভিডিওয় মজে এখন নেটাগরিকরা। তাঁর নানান মজার মুহূর্তের ভিডিও শেয়ার করেন রাজ-শুভশ্রী। গান শুনিয়ে ছেলেকে আদরে ভরালেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও শেয়ার করলেন শুভশ্রী। নানা সময় রাজ শুভশ্রী পুত্র ইউভানের কাণ্ডে মেতে থাকেন নেটিজেনরা। আর ছেলের নানা মজার কাণ্ড, তার সাথে কাটানো নিজেদের নানা মুহুর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে শেয়ার করতে কার্পণ্য করেন না রাজ শুভশ্রী কেউই। কখনও পূজোর ঢাক বাজানো, কখনও আবার গানের সাথে নাচ করা, গাড়ী চালানো, গিটার বাজানো একরত্তির মজার ভিডিও দেখেও জেন মন ভরে না ভক্তদের। এরই মাঝে এল এক দরুন মন ভালো করা ভিডিও। ছেলেকে গান শুনিয়ে আদরে ভরালেন শুভশ্রী। অভিনেত্রী র গান শুনে অবাক নেটিজেনরা।