প্রিয় গানের সঙ্গে রিল বানালেন দর্শনা। রিলে অকর্ষণীয় ডিজাইনার পোশাকে দেখা গেল অভিনেত্রীকে। পুলে জলকেলিতে মত্ত সায়ন্তনি গুহঠাকুরতা। সাঁতার-পোশাকে নজর কাড়লেন টলি অভিনেত্রী। হিন্দি গানের সঙ্গে লিপসিং দীপান্বিতার।
সোশ্যালমিডিয়া (Socialmedia) রিল এখন বেশ পপুলার। টলি (Tollywood) থেকে বলিউড (Bollywood) তারকাদের ইনস্টা রিল হামেশাই দেখা যায়। রকমারি নজরকাড়া রিল দেখা যায় সোশ্যালমিডিয়ায়। কখনও গানের সঙ্গে অভিনয় করতে দেখা যায় তারকাদের কখনও আবার গানের সঙ্গে নাচ। এবার প্রিয় গানের সঙ্গে রিল বানালেন দর্শনা। রিলে অকর্ষণীয় ডিজাইনার পোশাকে দেখা গেল অভিনেত্রীকে। পুলে জলকেলিতে মত্ত সায়ন্তনি গুহঠাকুরতা। সাঁতার-পোশাকে নজর কাড়লেন টলি অভিনেত্রী। হিন্দি গানের সঙ্গে লিপসিং দীপান্বিতার। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নতুন রিল। গানের তালে উদ্দাম নাচ অলিভায়ার। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করতেই ভাইরাল। আকর্ষণীয় পোশাকের সঙ্গে নজরকাড়া সাজ। নেট দুনিয়ায় ঝড় তুললেন সায়নী। 'কমলা' গানের নাচে মজলেন টলি সুন্দরীরা'। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন সুস্মিতা। গানের তালে নাচে মজলেন শর্মিষ্ঠা। হট ড্রেসে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়।