বাদাম গান গাওয়ার অনুরোধ সাত্যকিকে, মজার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

এই পথ যদি না শেষ হয় নিয়ে এখন তর্ক বিতর্ক তুঙ্গে। মিথ্যে শ্লীলতাহানির অভিযোগে হেনস্থার মুখে সাত্যকি। আর এই বিপদে ঊর্মির ভূমিকাও খুব ধোঁয়াশার। আর এই নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

এই পথ যদি না শেষ হয় নিয়ে এখন তর্ক বিতর্ক তুঙ্গে। মিথ্যে শ্লীলতাহানির অভিযোগে হেনস্থার মুখে সাত্যকি। আর এই বিপদে ঊর্মির ভূমিকাও খুব ধোঁয়াশার। আর এই নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। নিপাট ভদ্রলোক সাত্যকির এই পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না কেউই। এক কথায় বলা চলে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে এখন প্রায় গ্রহণ চলছে। কিন্তু পর্দার বাইরে ঠিক কেমন চলছে আপনাদের প্রিয় সাত্যকি অর্থাৎ ঋত্বিকের জীবন? হঠাৎই সামনে এল এক মজার ভিডিও। ঋত্বিক মুখার্জি এর ফ্যান পেইজ থেকে শেয়ার করা হয় এই মজার ভিডিও। যাতে দেখা যাচ্ছে কোনো এক অনুষ্ঠানে স্পসেল গেস্ট হয়ে যান ঋত্বিক। আর মঞ্চে তাকে অনুরোধ করা হয় এখন কার ট্রেন্দিং বাদাম গান গাওয়ার জন্য। 

18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও04:05RG Kar Protest : '২৩ দিন হয়ে গেল, প্রয়োজনে পথে নামবো' রবিবাসরীয় কলকাতার রাজপথে প্রতিবাদের গর্জন06:11Actress Payel Mukherjee : গাড়িতে হামলা, হেনস্থা, ভয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী পায়েল, দেখুন কি হয়েছে06:03'নির্যাতিতার বিচার চাই' আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নামল টলিউড