এই পথ যদি না শেষ হয় নিয়ে এখন তর্ক বিতর্ক তুঙ্গে। মিথ্যে শ্লীলতাহানির অভিযোগে হেনস্থার মুখে সাত্যকি। আর এই বিপদে ঊর্মির ভূমিকাও খুব ধোঁয়াশার। আর এই নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
এই পথ যদি না শেষ হয় নিয়ে এখন তর্ক বিতর্ক তুঙ্গে। মিথ্যে শ্লীলতাহানির অভিযোগে হেনস্থার মুখে সাত্যকি। আর এই বিপদে ঊর্মির ভূমিকাও খুব ধোঁয়াশার। আর এই নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। নিপাট ভদ্রলোক সাত্যকির এই পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না কেউই। এক কথায় বলা চলে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে এখন প্রায় গ্রহণ চলছে। কিন্তু পর্দার বাইরে ঠিক কেমন চলছে আপনাদের প্রিয় সাত্যকি অর্থাৎ ঋত্বিকের জীবন? হঠাৎই সামনে এল এক মজার ভিডিও। ঋত্বিক মুখার্জি এর ফ্যান পেইজ থেকে শেয়ার করা হয় এই মজার ভিডিও। যাতে দেখা যাচ্ছে কোনো এক অনুষ্ঠানে স্পসেল গেস্ট হয়ে যান ঋত্বিক। আর মঞ্চে তাকে অনুরোধ করা হয় এখন কার ট্রেন্দিং বাদাম গান গাওয়ার জন্য।