একটু একটু করে বেড়ে উঠছে ইউভান। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে আসে তাঁর বেড়ে ওঠার মুহূর্ত। রাজ-শুভশ্রী ছেলের বেড়ে ওঠা ক্যামেরাবন্দি করতে ভোলেননা। ইউভানের নানান মজার মজার ভিডিও শেয়ার করান তাঁরা। এবার তাকে দেখা গেল মা-এর সঙ্গে লুকোচুরি খেলতে। এমনকী এখনই 'হাই' বলতেও শিখে গিয়েছে এই খুদে তারকা।
একটু একটু করে বেড়ে উঠছে ইউভান। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে আসে তাঁর বেড়ে ওঠার মুহূর্ত। রাজ-শুভশ্রী ছেলের বেড়ে ওঠা ক্যামেরাবন্দি করতে ভোলেননা। ইউভানের নানান মজার মজার ভিডিও শেয়ার করান তাঁরা। এবার তাকে দেখা গেল মা-এর সঙ্গে লুকোচুরি খেলতে। এমনকী এখনই 'হাই' বলতেও শিখে গিয়েছে এই খুদে তারকা। নানান সময় সামনে সকলের প্রিয় ছোট্ট ইউভানের নানা মিষ্টি মিষ্টি মুহূর্ত। ছেলের একটু একটু করে বেড়ে ওঠা যেমন এনজয় করছেন রাজ শুভশ্রী। তেমনই ইউভানের নানা কাণ্ড ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেও ভোলেন না তাঁরা। এবারও সামনে এল তেমনি এক মজার ভিডিও। যেখানে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে লুকোচুরি খেলছে ছোট্ট ইউভান। এমনকী ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদের উদ্দেশ্যে হাত ও নাড়ল এই স্টার কিড। এর আগে ইউভানকে কখনও দেখা গিয়েছে ফুটবল খলতে কখনও আবার শাসন করে আদরের পোষ্যকে খাওয়াতে।