রাজ চক্রবর্তীর বাড়িতে সস্ত্রীক আবির। সেখানে ইউভানকে কোলে নিয়ে দেখা গেল তাঁকে। ইউভানকে আদরে ভরালেন অবির। এমনকি ক্ষুদের সঙ্গে খেলতেও দেখাগেল তাঁকে।
রাজ চক্রবর্তীর বাড়িতে সস্ত্রীক আবির চট্টোপাধ্যায়। সেখানে ইউভানকে কোলে নিয়ে দেখা গেল তাঁকে। তাঁর সঙ্গেই দেখা গেল তাঁর স্ত্রীকেও। ছোট্ট ইউভানকে কোলে নিয়ে ছবি তুললেন দু'জনে। আবিরের কোলে বেশ দিব্যি ছিল ইউভান। আবিরের থেকে তাঁর স্ত্রীও কোলে নেন ইউভানকে। তবে তাঁর কোলে যেতেই নীচে নামার জন্য ছটফট শুরু করে ক্ষুদে তারকা। সেখানেই ইউভানকে আদরে ভরাতে দেখা যায় অবির চট্টোপাধ্যায়কে। এমনকি ক্ষুদের সঙ্গে খেলতেও দেখাগেল তাঁকে। ইউভানের সঙ্গে খেলার জন্য চেয়ারের পাশেই বসে পড়তে দেখা গেল আবিরকে। বসে ইউভানের সঙ্গে টুকি টুকি খেললেন আবির। ইউভানের সঙ্গে টুকি টুকি খেলার সময় পাশ থেকে এসে হাজির শুভশ্রীর আদরের পোষ্যটিও। পোষ্যটিকেও দেখাগেল সেখানে। খেলতে যেন উদগ্রীব সেও। ভিডিওতে দেখা গেল শুভশ্রীকেও। ছেলেকে নাচতে বলতে শোনা গেল তাঁকে। তবে খেলতেই ব্যস্ত ইউভান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করলেন রাজ চক্রবর্তী।