নুসরত এবং যশের নাম এখন খবরের শীর্ষে। সেই যশকেই এবার দেখা গেল এক অন্য রূপে। অনাথ আশ্রমের ফ্যানদের পাশে যশ দাশগুপ্ত। এর মধ্যে দিয়েই উঠে এল যশের এক মানবিক রূপের ছবি। ভবানীপুরের প্রেরণা শেল্টার হোমে রয়েছে তাঁর অনেক ফ্যান। তাঁর এই ফ্যানদের খবর পেয়েই সেখানে নিজে ছুটে যান অভিনেতা। তাঁর ফ্যানদের চমকে দিতে হঠাৎই সেখানে পৌঁছে যান যশ। খালি হাতে নয় ফ্যানদের জন্য এক গুচ্ছ উপহারও নিয়ে যান তিনি। পছন্দের হিরোকে সামনে থেকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে সেখানকার শিশুকিশোরীরা। সেখানে আশ্রমের সকলের সঙ্গে বেশ কিছুটা সময়ও কাটান যশ। হাসি মজায় মেতে ওঠেন অভিনেতা। সেখানে কাটানো তাঁর বেশ কিছু মুহূর্তের ছবি ফ্রেমবন্দি হয়। এদিন তিনি জানান, প্রয়োজনে তাদের যেকোনওরকম সাহায্য় করতে প্রস্তুত তিনি।
নুসরত এবং যশের নাম এখন খবরের শীর্ষে। সেই যশকেই এবার দেখা গেল এক অন্য রূপে। অনাথ আশ্রমের ফ্যানদের পাশে যশ দাশগুপ্ত। এর মধ্যে দিয়েই উঠে এল যশের এক মানবিক রূপের ছবি। ভবানীপুরের প্রেরণা শেল্টার হোমে রয়েছে তাঁর অনেক ফ্যান। তাঁর এই ফ্যানদের খবর পেয়েই সেখানে নিজে ছুটে যান অভিনেতা। তাঁর ফ্যানদের চমকে দিতে হঠাৎই সেখানে পৌঁছে যান যশ। খালি হাতে নয় ফ্যানদের জন্য এক গুচ্ছ উপহারও নিয়ে যান তিনি। পছন্দের হিরোকে সামনে থেকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে সেখানকার শিশুকিশোরীরা। সেখানে আশ্রমের সকলের সঙ্গে বেশ কিছুটা সময়ও কাটান যশ। হাসি মজায় মেতে ওঠেন অভিনেতা। সেখানে কাটানো তাঁর বেশ কিছু মুহূর্তের ছবি ফ্রেমবন্দি হয়। এদিন তিনি জানান, প্রয়োজনে তাদের যেকোনওরকম সাহায্য় করতে প্রস্তুত তিনি।